Ochena E Shohore Koto

অচেনা এ শহরে কত আশা
কত চোখে কত স্বপন বেঁধে বাসা
এ শহর প্রান্তর হবে কি হবে না ঘর
এ জিজ্ঞাসা

অচেনা এ শহরে কত আশা

যেদিকেই চাওয়া, নিরাশা খুঁজে পাওয়া

যেদিকেই চাওয়া, নিরাশা খুঁজে পাওয়া
যেন ভালোবাসার পালেতে ঝড়ো হাওয়া সর্বনাশা
এ শহর প্রান্তর হবে কি হবে না ঘর
এ জিজ্ঞাসা

অচেনা এ শহরে কত আশা

আজ সবকিছু যেন অচেনা লাগে

আজ সবকিছু যেন অচেনা লাগে
চেনা এ শহরের রাগে বা অনুরাগে অন্য ভাষা
এ শহর প্রান্তর হবে কি হবে না ঘর
এ জিজ্ঞাসা

অচেনা এ শহরে কত আশা
কত চোখে কত স্বপন বেঁধে বাসা
এ শহর প্রান্তর হবে কি হবে না ঘর
এ জিজ্ঞাসা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link