Aar Katodin Thakbo Bose

কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে দুয়ার খুলে, বঁধু আমার
কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে
তোমার বিশ্বকাজে...
তোমার বিশ্বকাজে আমারে কি রইলে ভুলে, বঁধু আমার?
কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে

বাহিরের উষ্ণ বায়ে...
বাহিরের উষ্ণ বায়ে মালা যে যায় শুকায়ে
নয়নের জল বুঝি তাও...
নয়নের জল বুঝি তাও, বধূ মোর, যায় ফুরায়ে
শুধু ডোরখানি হায় কোন পরানে তোমার গলায় দেব তুলে
শুধু ডোরখানি হায় কোন পরানে তোমার গলায় দেব তুলে, বঁধু আমার

কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে

হৃদয়ের শব্দ শুনে...
হৃদয়ের শব্দ শুনে চমকি ভাবি মনে
ঐ বুঝি এল বধূ...
ঐ বুঝি এল বধূ ধীরে মৃদুল চরণে
পরানে লাগলে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে
পরানে লাগলে ব্যথা ভাবি বুঝি আমায় ছুঁলে, বঁধু আমার

কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে

বিরহে দিন কাটিল
বিরহে দিন কাটিল
বঁধু, তোমার আসার দিন গুনিয়ে
বিরহে দিন কাটিল
বঁধু, তোমার আশায় পথ চেয়ে মোর
বিরহে দিন কাটিল, কত যে কথা ছিল
কত যে মনের আশা...
কত যে মনের আশা মন মাঝে রহিল
কী লয়ে থাকব বলো তুমি যদি রইলে ভুলে, বঁধু আমার

কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে দুয়ার খুলে, বঁধু আমার
কতকাল থাকব বসে
আর কতকাল থাকব বসে



Credits
Writer(s): Atul Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link