Keu Nayan Mude Dakhe Aalo

কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কেউ বলে, ভাই, এক হাঁটু জল, কেউ বলে সাঁতার
কেউ বলে, ভাই, এক হাঁটু জল, কেউ বলে সাঁতার
কেউ দেখে আঁধার
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার

কেউ বলে, ভাই, এলাম দেখে, কেউ বলে, ভাই, ম'লাম ডেকে
কেউ বলে, ভাই, এলাম দেখে, কেউ বলে, ভাই, ম'লাম ডেকে
কোন শাস্ত্রে কী রকম লেখে, তত্ত্ব পাওয়া ভার
কোন শাস্ত্রে কী রকম লেখে, তত্ত্ব পাওয়া ভার
কেউ দেখে আঁধার

কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার

কেউ বলে, সে পরম দয়াল, কেউ বলে, সে বিষম ভয়াল
কেউ বলে, সে পরম দয়াল, কেউ বলে, সে বিষম ভয়াল
কেউ বলে, সে ডাকলে আসে, কেউ কয় নির্বিকার

কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণান্বিত
কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণান্বিত
কেউ বলে আধেয় তাঁরে
কেউ বলে আধেয়, আবার কেউ বলে আধার
কেউ দেখে আঁধার

কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার

কেউ দেখে তায় করালকালী, কেউ বা দেখে বনমালী
কেউ দেখে তায় করালকালী, কেউ বা দেখে বনমালী
কেউ বা তারে স্থুল দেখে, কেউ ভাবে নিরাকার

কান্ত বলে, দেখ রে বুঝে, রাখ তর্ক ট্যাকে গুঁজে
কান্ত বলে, দেখ রে বুঝে, রাখ তর্ক ট্যাকে গুঁজে
এটা নয়, সে ওটা
ওরে, এটা নয়, সে ওটা, এ সিদ্ধান্ত চমৎকার
কেউ দেখে আঁধার

কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কেউ বলে, ভাই, এক হাঁটু জল, কেউ বলে সাঁতার
কেউ দেখে আঁধার
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার
কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার



Credits
Writer(s): Rajanikanta
Lyrics powered by www.musixmatch.com

Link