Gaan Gai Abol Tabol

গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
দায় নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো

গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
দায় নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো

বুকে গান আপনা থেকে
ওঠে জোর গলায় ডেকে
কাজ নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো

বুকে গান আপনা থেকে
ওঠে জোর গলায় ডেকে
কাজ নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো

কে তাকে গাইতে বলে
সে আছে কাদের দলে
কে তাকে গাইতে বলে
সে আছে কাদের দলে
দল নেই আদৌ কোনো
পাগলের এ গান শোনো

গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
দায় নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো

নেই তার হিসেব নিকেষ
সুর কই, কোথায় বা শেষ
তাড়া নেই কোথাও কোনো
পাগলের এ গান শোনো

নেই তার হিসেব নিকেষ
সুর কই, কোথায় বা শেষ
তাড়া নেই কোথাও কোনো
পাগলের এ গান শোনো

এ পাগল তোমার বুকেও
গান গায় দুঃখে সুখে
এ পাগল তোমার বুকেও
গান গায় দুঃখে সুখে
রেখো না ভাবনা কোনো
পাগলের এ গান শোনো

এ পাগল তোমার বুকেও
গান গায় দুঃখে সুখে
এ পাগল তোমার বুকেও
গান গায় দুঃখে সুখে
রেখো না ভাবনা কোনো
পাগলের এ গান শোনো

গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
গান গায় আবোল তাবোল
কোথাকার একটা পাগল
দায় নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো

দায় নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো
দায় নেই অন্য কোনো
পাগলের এ গান শোনো



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link