Choi Pare Choi Nare

ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে
এক পেলে মুখ ভার, ছয়টা আদুরে
পাঁচ পেলে তবু সই, দুই পেলে ভয়
পরের দানেই সব হবে নয়ছয়

ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে
এক পেলে মুখ ভার, ছয়টা আদুরে
পাঁচ পেলে তবু সই, দুই পেলে ভয়
পরের দানেই সব হবে নয়ছয়
ছয় পড়ে, ছয় নড়ে

সাপ-লুডো খেলি এসো, ভাগ্যটা মাপি
কোনদিন পেলাম না লক্ষ্মীর ঝাঁপি
সাপ-লুডো খেলি এসো, ভাগ্যটা মাপি
কোনদিন পেলাম না লক্ষ্মীর ঝাঁপি

বেয়াড়া কপাল নিয়ে ছক্কায় হাত
বার বার খেলি তাও খোলে না বরাত

ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে
এক পেলে মুখ ভার, ছয়টা আদুরে
পাঁচ পেলে তবু সই, দুই পেলে ভয়
পরের দানেই সব হবে নয়ছয়
ছয় পড়ে, ছয় নড়ে

তোমার কপালে আছে মই বেয়ে ওঠা
বিষয়-আশয় বুঝে রাজপথে ছোটা
তোমার কপালে আছে মই বেয়ে ওঠা
বিষয়-আশয় বুঝে রাজপথে ছোটা

প্রসন্ন ভাগ্যের তিলক কপালে
ওপরে পৌঁছবেই ছক্কার চালে

ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে
এক পেলে মুখ ভার, ছয়টা আদুরে
পাঁচ পেলে তবু সই, দুই পেলে ভয়
পরের দানেই সব হবে নয়ছয়
ছয় পড়ে, ছয় নড়ে

তবুও কি বলা যায় সবটুকু আগে?
ছক্কা উল্টে যেতে কত দিন লাগে
তবুও কি বলা যায় সবটুকু আগে
ছক্কা উল্টে যেতে কত দিন লাগে

আজ যে হঠাৎ রাজা কাল সে ভিখারি
হেরেও যে জিতে যায় ছক্কাটা তারই

ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে
এক পেলে মুখ ভার, ছয়টা আদুরে
পাঁচ পেলে তবু সই, দুই পেলে ভয়
পরের দানেই সব হবে নয়ছয়

ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে
এক পেলে মুখ ভার, ছয়টা আদুরে
পাঁচ পেলে তবু সই, দুই পেলে ভয়
পরের দানেই সব হবে নয়ছয়

ছয় পড়ে, ছয় নড়ে
ছয় পড়ে, ছয় নড়ে
ছয় পড়ে, ছয় নড়ে, ছয় যায় ঘুরে



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link