Jao Niye Jao

যাও, নিয়ে যাও আমার যত গান
যাও, নিয়ে যাও উদাস অভিমান
তোমার হৃদয় আকাশ আমায় নাইবা তুমি দিলে
পদ্মঝিলে পা ভিজিও একটু সময় পেলে

যতন করে ভুলে যেও জেগে থাকা রাতের কথা
তারার মেলায় উড়িয়ে দিও মুঠো মুঠো নীরবতা
রইবো আমি একা একাই, নাইবা তুমি এলে
জোনাক রাতে আকাশ দেখো একটু সময় পেলে

সুখ-পাখিকে বলে দিও পাল্টে নিতে পথের রেখা
হিমেল হাওয়ায় ভাসিয়ে দিও স্মৃতি নামের বিষাদ গাঁথা
হাঁটবো আমি একা একাই, নাইবা তুমি এলে
পথের শেষে পেছন ফিরো একটু মনে হলে

রইবো আমি একা একাই, নাইবা তুমি এলে
জোনাক রাতে আকাশ দেখো একটু সময় পেলে

মুছে দিও, ভুলে যেও ফেলে আসা মুখরতা
অশ্রু আমার বিষাদ নদী, তোমার নামে হয় বহতা
কাঁদবো আমি একা একাই, নাইবা মুছে দিলে
বৃষ্টি এলো জানলা খুলো একটু মনে হলে

রইবো আমি একা একাই, নাইবা তুমি এলে
জোনাক রাতে আকাশ দেখো একটু সময় পেলে

যাও, নিয়ে যাও আমার যত গান
যাও, নিয়ে যাও উদাস অভিমান
তোমার হৃদয় আকাশ আমায় নাইবা তুমি দিলে
পদ্মঝিলে পা ভিজিও একটু সময় পেলে

যতন করে ভুলে যেও জেগে থাকা রাতের কথা
তারার মেলায় উড়িয়ে দিও মুঠো মুঠো নীরবতা
রইবো আমি একা একাই, নাইবা তুমি এলে
জোনাক রাতে আকাশ দেখো একটু সময় পেলে

যতন করে ভুলে যেও জেগে থাকা রাতের কথা
তারার মেলায় উড়িয়ে দিও মুঠো মুঠো নীরবতা
রইবো আমি একা একাই, নাইবা তুমি এলে
জোনাক রাতে আকাশ দেখো একটু সময় পেলে



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link