Amar Kisher Bhoy

কথা - কবি মহাদেব সাহা

আমার পিছে মিথ্যেরা সব যতোই করুক ধাওয়া
আমার আছে অভয়মন্ত্র হৃদয় থেকে পাওয়া
আমার আছে পদ্মানদীর বিশাল জলধারা
আমি কেন কাতর হবো, ভগ্ন দিশেহারা

আমার দিকে মিথ্যেরা সব যতোই তুলুক ফনা
আমার আছে প্রাণের মাঝে দেশের বন্দনা
আমার আছে মুক্ত আকাশ, সিক্ত জলাশয়
আমি কেন মুখ লুকাবো আমার কীসের ভয়

আমায় নিয়ে মিথ্যেরা সব যতোই তুলুক ঝড়
আমার আছে হাজার নদীর উৎস নিরন্তর
আমার আছে মুক্তিযুদ্ধ ফেব্রুয়ারি মাস
আমার আছে ৭ই মার্চের অমর ইতিহাস

আমার দিকে মিথ্যেরা সব যতোই আসুক ধেয়ে
আমার আছে বাংলা ভাষা হৃদয়খানি ছেয়ে
আমার আছে নকশিকাঁথা, মধুর একতারা
আমি কেন কাতর হবো, ভগ্ন দিশেহারা



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link