Ami Shudhu Tomar (Original)

আমি শুধু তোমার, শুধু তোমার
ছুঁয়ে দিয়ে মন
মেঘে, সে আবেগে
ভেসে যাবো কুয়াশা যখন
আলো আসবে ভালোবাসবে
রূপকথার সে আদর
ঠোঁটে গল্প, কথা অল্প
কোনো স্বপ্নের ঘুম চাদর
ওও-ও আছি, কাছাকাছি
হয়ে তোমার, তোমারি
আমি শুধু তোমার, শুধু তোমার
ছুঁয়ে দিয়ে মন

এলোমেলো সুর, অচেনা দুপুর
তোমাকে খোঁজে ডাকনামে
স্মৃতির শহর, নামে রাত-ভোর
চিঠি লিখে রাখি নীল খামে
তুমি, শুধু তুমি
মরশুমি কুয়াশা যখন
আমি শুধু তোমার
ছুঁয়ে দিয়ে মন



Credits
Writer(s): Ajay Singha, Rajib Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link