Eh Shomoy (Original)

Bagama champo badio
Bagama champo badio
Turi re tar hajar
Bind raja aso badio
Tu tara beench lo chand
Tu tara beench lo chand

এলো চুলে বাঁধা মন
কার মায়া আকেঁ শোন
দিন কঠিন বোঝা দায়
ডুব সাঁতার কুয়াশায়

ডেউ পাক না তীর এ সময়
চোখে থাক না চোখ এ সময়
থেমে যেতে দিই আজ এ সময়
সহজিয়া এ সময়
মেঘে ঢাকা তারা হারায় আজ এ সময়ে

থাক দিন থাক মনকে সাজাতে
আঘাতে সাথে
ফেলে সব ডাক না ফেরার রাতে
থাক দিন থাক মনকে সাজাতে
আঘাতে সাথে
ফেলে সব ডাক না ফেরার রাতে

Bagama champo badio
Badio... badio
Turi re tar... turi re tar hajar
Bind raja aso badio re
Tu tara beench lo chand

তুমি আলো সাজাও, আলেয়া ঘেরা
তুমি মেঘের দ্বীপেই রেখো ইশারা...

তুমি আলো সাজাও, আলেয়া ঘেরা
তুমি মেঘের দ্বীপেই রাখো তোমার ইশারা

ঢেউ পাক না তীর এ সময়
চোখে থাকনা চোখ এ সময়
থেমে যেতে দিই আজ এ সময়
সহজিয়া এ সময়
মেঘে ঢাকা তারা হারায় আজ এ সময়ে

থাক দিন থাক মন কে সাজাতে
আঘাতে সাথে
ফেলে সব ডাক না ফেরার রাতে
থাক দিন থাক মন কে সাজাতে
আঘাতে সাথে
ফেলে সব ডাক না ফেরার রাতে

ঢেউ পাক না তীর এ সময়
চোখে থাকনা চোখ এ সময়
থেমে যেতে দিই আজ এ সময়
সহজিয়া এ সময়

ঢেউ পাক না তীর এ সময়
চোখে থাকনা চোখ এ সময়
থেমে যেতে দিই আজ এ সময়
সহজিয়া এ সময়
মেঘে ঢাকা তারা হারায় আজ এ সময়ে



Credits
Writer(s): Subhadeep Mitra, Tithi Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link