Shedin Aar Koto Durey

সে দিন আর কতদূরে
সে দিন আর কতদূরে
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
আনন্দের গানে গানে সুরে
সে দিন আর কতদূরে

সে দিন আর কতদূরে

কত না দিন কত রঙিন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে কত না জন, হায়
কত না দিন কত রঙিন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে কত না জন, হায়
সেই স্বপন ফুলে ফলে দাও ভরে

সে দিন আর কতদূরে

সে দিন আর কতদূরে

এ দেশ আমার, এ দেশ তোমার
বুকের ধন, করো যতন
যেন না কেউ কাড়ে সেই রতন, হায়
এ দেশ আমার, এ দেশ তোমার
বুকের ধন, করো যতন
যেন না কেউ কাড়ে সেই রতন, হায়
বিভেদ বিচ্ছেদ শেষ দাও করে

সে দিন আর কতদূরে
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
রবে এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
আনন্দের গানে গানে সুরে
সে দিন আর কতদূরে
সে দিন আর কতদূরে
সে দিন আর কতদূরে



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link