Ek Jomuna

এক যমুনা পাড়ি দিলাম আর যমুনার আশে
আম গেল, ছালাও যে যায়, পথের লোকে হাসে
এক যমুনা পাড়ি দিলাম আর যমুনার আশে
আম গেল, ছালাও যে যায়, পথের লোকে হাসে

হাইসো না গো বান্ধব আমার, কইরো না গো হেলা
মুখে তোমার ফুলচন্দন, চক্ষুভরা জ্বালা
হাইসো না গো বান্ধব আমার, কইরো না গো হেলা
মুখে তোমার ফুলচন্দন, চক্ষুভরা জ্বালা
এক যমুনা পাড়ি দিলাম আর যমুনার আশে
আম গেল, ছালাও যে যায়, পথের লোকে হাসে

এক পরানের গহীন ভিতর আর পরানে চায়
জনম হাউশ, ঘরের ছ্যামায় তারে যেন পায়
এক পরানের গহীন ভিতর আর পরানে চায়
জনম হাউশ, ঘরের ছ্যামায় তারে যেন পায়
এক যমুনা পাড়ি দিলাম আর যমুনার আশে
আম গেল, ছালাও যে যায়, পথের লোকে হাসে

এক যমুনা পাড়ি দিলাম আর যমুনার আশে
আম গেল, ছালাও যে যায়, পথের লোকে হাসে
পথের লোকে হাসে

পথের লোকে হাসে

পথের লোকে হাসে

পথের লোকে হাসে



Credits
Writer(s): Oliver Weeks, Sohini Alam
Lyrics powered by www.musixmatch.com

Link