Ki Shouda Korechi Ami

কী সওদা করেছি আমি এই দুনিয়াতে?
কী সওদা করেছি আমি এই দুনিয়াতে?
সওদার হয়ে সওদাগরি খুশি আমি তাতে
বেঁচা কিনার উল্টো দেনা পুঁজি ও হারাইলাম
লাভে মূলে সবই ভুলে দুনিয়া কি পাইলাম?

ও, পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই
ও ভাই, পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই হায়

দুনিয়ায় পুঁজি দিসে খোদা নামাজ আর রোজা
আখিরাতে কথা ভুলে দুনিয়ায় নেই মজা
কে বা চাঁদি কে বা মেকি জাহির হইয়া যাবে
চাপা কথা হাশরের দিন চাপা নাহি রবে

পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই
ও ভাই, পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই হায় হায়

পাঁচ কালেমা শক্তি আমার ঈমান এই বুকে
এক ইশারায় জ্বলে যাবো মালিকেরও ডাকে
ডান কান্ধে কেরামন আমার বাম কান্ধে কাতেবিন
ডাইরি লিখছে বসে আমার দুনিয়ারও প্রতিদিন

পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই
ও ভাই, পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই

শয়তানি বাজিতে পড়ে হইলাম গুনাহগার
মালিক আমায় ক্ষমা করো দুনিয়ার এই কারবার
সাথের সাথী রেখে তোমায় যেতে হবে ভাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই

পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই
ও ভাই, পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই

কী সওদা করেছি আমি এই দুনিয়াতে?
কী সওদা করেছি আমি এই দুনিয়াতে?
সওদার হয়ে সওদাগরি খুশি আমি তাতে
বেঁচা কিনার উল্টো দেনা পুঁজি ও হারাইলাম
লাভে মূলে সবই ভুলে দুনিয়া কি পাইলাম?

পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই
ও ভাই, পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই

পাগল আমি একটা কথা বলতে শুধু চাই
মনে রেখো আল্লাহ রাসূল ছাড়া গতি নাই



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link