Shelai Chara Shada Kapor

সেলাই ছাড়া সাদা কাপড়
হবে সবার একিই সাজ
থাকবে না রে রঙিন বোতাম
রঙিন সুতার কারুকাজ

ও নবাব আমির বাদশাহ গোলাম
রাজা কিবা মহারাজ
হবে সবার একিই তো সাজ
রাজা কিবা মহারাজ

ওরে আমার অবুঝ মন
কেন এত আয়োজন
ওরে আমার অবুঝ মন
কেন মিছে আয়োজন

মকমলেরই বিছানাতে ঘুমাইতে কষ্ট হয়
কেমন করে থাকবে বলো শক্ত মাটির বিছানায়
ও মকমলেরই বিছানাতে ঘুমাইতে হায় কষ্ট হয়
কেমন করে থাকবে বলো শক্ত মাটির বিছানায়

ওরে আমার অবুঝ মন
কেন মিছে আয়োজন
ও ওরে আমার অবুঝ মন
কেন এত আয়োজন

একটু খানি নিভলে বাতি দম সে তো যায় যায়
অনন্তকাল থাকতে হবে অন্ধ ঘরের ঠিকানায়
ও একটু খানি নিভলে বাতি দম সে তো যায় যায়
অনন্তকাল থাকতে হবে অন্ধ ঘরের ঠিকানায়

ওরে আমার অবুঝ মন
কেন এত আয়োজন
ও ওরে আমার অবুঝ মন
কেন মিছে আয়োজন

সেলাই ছাড়া সাদা কাপড়
হবে সবার একিই সাজ
থাকবে না রে রঙিন বোতাম
রঙিন সুতার কারুকাজ

ও নবাব আমির বাদশাহ গোলাম
রাজা কিবা মহারাজ
হবে সবার একিই তো সাজ
রাজা কিবা মহারাজ

ওরে আমার অবুঝ মন
কেন এত আয়োজন
ও ওরে আমার অবুঝ মন
কেন মিছে আয়োজন

সেলাই ছাড়া সাদা কাপড়
হবে সবার একিই সাজ
ও সেলাই ছাড়া সাদা কাপড়
হবে সবার একিই সাজ



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link