Amader Kotha Gulo (Original)

আমাদের কথাগুলো
এই দেখো না মিলে গেল
আমাদের ব্যথাগুলো
কোথায় মিলিয়ে গেল

আমাদের কথাগুলো
এই দেখো না মিলে গেল
আমাদের ব্যথাগুলো
কোথায় মিলিয়ে গেল

অযথাই আবেশে
তোমাকে ভালো না বেসে
খামোখাই ফিরে যাই
তোমারই নিরুদ্দেশে

আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়
আজ last train ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়

আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়
আজ last train ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়

ও মায়াবী কন্যে
তোমার, তোমারই জন্যে
এই পোড়া অরণ্যে
এসেই যখন পড়েছি

তোমাকেও নিয়ে যাবো
তোমাকেও পাল্টে দেবো
তুমি অচেনা বিষম খাবে
আমি এসেই যখন পড়েছি

ও মায়াবী কন্যে
শুধু তোমার, তোমারই জন্যে
এই পোড়া অরণ্যে
এসেই যখন পড়েছি

তোমাকেও নিয়ে যাবো
তোমাকেও পাল্টে দেবো
তুমি অচেনা বিষম খাবে
আমি এসেই যখন পড়েছি

অযথাই আবেশে
তোমাকে ভালো না বেসে
খামোখাই ফিরে যাই
তোমারই নিরুদ্দেশে

আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়
আজ last train ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়

আমি আজ ঘরে ফিরবো কি ফিরবো না
জানিয়ে দাও আমায়
আজ last train ধরবো কি ধরবো না
জানিয়ে দাও আমায়



Credits
Writer(s): Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link