Keno Je Toke (Original)

দেখলে তোকে বদলায় দিন
বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময়
সন্ধ্যে হলে বন্ধ ঘরে
মনে পড়ে তোরই কথা, এমনই হয়

কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন?
কেন রে এত সাহারা, সাহারা সারাদিন?
কেন যে তোকে পাই না, পাই না মনে হয়
সারাটা দিন?

কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন?
কেন রে এত সাহারা, সাহারা সারাদিন?
কেন যে তোকে পাই না, পাই না মনে হয়
সারাটা দিন?

চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড়
ততটা আদর আছে তোকে দেওয়ার
দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়ার

কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন?
কেন রে এত সাহারা, সাহারা সারাদিন?
কেন যে তোকে পাই না, পাই না মনে হয়
সারাটা দিন?

কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন?
কেন রে এত সাহারা, সাহারা সারাদিন?
কেন যে তোকে পাই না, পাই না মনে হয়
সারাটা দিন?

মনেরা মনের কথা যেই শেখালো
মুখেরা দু'চোখ বুজে তাল মেলালো
তোরই তো রাস্তা ধরে মন পালালো

কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন?
কেন রে এত সাহারা, সাহারা সারাদিন?
কেন যে তোকে পাই না, পাই না মনে হয়
সারাটা দিন?

কেন যে তোকে পাহারা, পাহারা দিলো মন?
কেন রে এত সাহারা, সাহারা সারাদিন?
কেন যে তোকে পাই না, পাই না মনে হয়
সারাটা দিন?



Credits
Writer(s): Prasen, Dabbu
Lyrics powered by www.musixmatch.com

Link