Hoye Aaye (Original)

হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেসেছি তোকেই ভালো

হয়ে যা জলপরি
আমি হব তোরই পালক
বেসেছি তোকেই ভালো

আজ হোক দিনটা তোর
আজ হোক দিন আমার
চল না এভাবে বর্তে যাই বারেবার

হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেসেছি তোকেই ভালো

হয়ে যা জলপরি
আমি হব তোরই পালক
বেসেছি তোকেই ভালো

বলবো কি বলবো না ভেবে কতদিন
কাটাবি এমন করে?
চলবো কি চলবো না করে কত রাত
ভাসাবি এমন করে?

আজ হোক দিনটা তোর
আজ হোক দিন আমার
চল না এভাবে বর্তে যাই বারেবার

হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেসেছি তোকেই ভালো

হয়ে যা জলপরি
আমি হব তোরই পালক
বেসেছি তোকেই ভালো

ঘুরছে মন, উড়ছে মন তোর দুই পাশে
আজকে এসেছি তাই জানাতে
এই সকাল, অন্য হাল তুই নে ধরে
এইবারে কে কাকে থামাবে?

আজ হোক দিনটা তোর
আজ হোক দিন আমার
চল না এভাবে বর্তে যাই বারেবার

হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেসেছি তোকেই ভালো

হয়ে যা জলপরি
আমি হব তোর-ই পালক
বেসেছি তোকেই ভালো



Credits
Writer(s): Prasen, Dev Sen
Lyrics powered by www.musixmatch.com

Link