Sada Kapor

সাদা কাপড় কিনে রাখিস, লোকজনেরে বলে রাখিস
সাদা কাপড় কিনে রাখিস, লোকজনেরে বলে রাখিস
ঠিক করিয়া রাখিস কবর, কেটে রাখিস বাঁশ

কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ রে
কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ

তোরা সাদা কাপড় কিনে রাখিস, লোকজনেরে বলে রাখিস
সাদা কাপড় কিনে রাখিস, লোকজনরে বলে রাখিস
ঠিক করিয়া রাখিস কবর, কেটে রাখিস বাঁশ

কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ রে
কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ

কোরান শরিফ ছুঁয়ে আমি করেছিলাম পণ
প্রিয়ারে না পেলে আমি রাখবো না জীবন
কোরান শরিফ ছুঁয়ে আমি করেছিলাম পণ
প্রিয়ারে না পেলে আমি রাখবো না জীবন

প্রিয়া ভুলে গেছে শপথ, আমার সামনে মৃত্যুর পথ
প্রিয়া ভুলে গেছে শপথ, আমার সামনে মৃত্যুর পথ
চাই না আমি প্রেম-বিরহের হতে ক্রীতদাস

কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ রে
কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ

আত্মহত্যা করলে জানি হবে মহাপাপ
জেনেশুনেই মরণকূপে দেবো তবু ঝাঁপ
আত্মহত্যা করলে জানি হবে মহাপাপ
জেনেশুনেই মরণকূপে দেবো তবু ঝাঁপ

কত ভালোবাসছি তারে বুঝবে আমার মৃত্যুর পরে
কত ভালোবাসছি তারে বুঝবে আমার মৃত্যুর পরে
দেখবে সবাই সজল চোখে প্রেমের পরিহাস

কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ রে
কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ

তোরা সাদা কাপড় কিনে রাখিস, লোকজনেরে বলে রাখিস
সাদা কাপড় কিনে রাখিস, লোকজনরে বলে রাখিস
ঠিক করিয়া রাখিস কবর, কেটে রাখিস বাঁশ

কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ রে
কাল সকালে দেখবি তোরা আমার মরা লাশ



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf, Jamal Uddin Nasir, Mannan Mohammad, Md Jamal Uddin Naser
Lyrics powered by www.musixmatch.com

Link