Moner Manush

আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়
আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়

দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
হয় যেন সে দরদি

আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়

এমন একজন মানুষ, বিধি, চাই যে দু'হাত পেতে
তারেই ভালোবেসে যেন পারি মরে যেতে
ও, এমন একজন মানুষ, বিধি, চাই যে দু'হাত পেতে
তারেই ভালোবেসে যেন পারি মরে যেতে

দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
হয় যেন সে দরদি

আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়

মনের মানুষ করে, বিধি, দেবে তুমি যারে
প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসবো তারে
ও, মনের মানুষ করে, বিধি, দেবে তুমি যারে
প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসবো তারে

দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
হয় যেন সে দরদি

আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়
আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়

দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
দু'চোখের জল ফেলার আগে
তার প্রাণে যেন মায়া জাগে
হয় যেন সে দরদি

আমার মনের মানুষ নাই রে, বিধি
তারে আমি পাই গো যদি
সে যেন শুধু আমারই হয়



Credits
Writer(s): Delowar Arjuda Sharaf, Mannan Mohammad, Md Jamal Uddin Naser
Lyrics powered by www.musixmatch.com

Link