Mon Fakir Chol Na Aaj_(From"Sudhui Anubhav")

মন ফকির চল না আজ
ছেড়ে মিথ্যে সমাজ
উদাসী দখিন হাওয়ায় বইছে জীবন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন

মন ফকির চল না আজ
ছেড়ে মিথ্যে সমাজ
উদাসী দখিন হাওয়ায় বইছে জীবন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন

ফকির মন বোঝে না
কোনটা সাদা-কালো, কোনটা আসল নকল
কী মন্দ আর ভালো
ফকির মন বোঝে না
কোনটা পূণ্য কী পাপ
জীবন স্বপ্নের সিড়ি না-কি কোনো অভিশাপ?

সে তো হারিয়ে যায় দিগন্তের নীল সীমায়
সে তো হারিয়ে যায় দিগন্তের নীল সীমায়
মুক্ত ডানা মেলে আকাশে উড়তে চায়

মুখোশধারী মানুষ, না-কি মুখোশটা মুখ?
ভাঙছে তাসের ঘর অবিরত
না, হতে পারব না তোমাদের মতো
না, হতে পারব না তোমাদের মতো

চলছে জেতার লড়াই, হারতে বয়ে গেছে
জিততে গিয়ে দেখি বাঁচতে ভুলে গেছে
সম্পর্ক একতারা, দাম কেউ দেবে না
নিতে পারে সুযোগও, না কেউ নেবে না

শক্ত গোলকধাঁধায় বন্দি হয়ে গেলাম
শক্ত গোলকধাঁধায় বন্দি হয়ে গেলাম
কাল যা ছিলাম আমি, একই রয়ে গেলাম

মন ফকির চল না আজ
ছেড়ে মিথ্যে সমাজ
উদাসী দখিন হাওয়ায় বইছে জীবন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন

তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন
তাই হারিয়ে যেতে চাইছে আজকে মন



Credits
Writer(s): Debaditta Chowdhury, Kalyan Sen Barat
Lyrics powered by www.musixmatch.com

Link