Aaj Raate_(From"Street Light")

আজ রাতে আমার সাথে আছে শুধু আঁধার
আজ রাতে আমার সাথে আছে শুধু আঁধার
চলে গেল যে সে আমায় একা রেখে
চলে গেল যে সে আমায় একা রেখে
এই রাতই শুধুই কাঁদায়
আজ রাতে

आज की रात मेरे साथ हैं बस तन्हाई
आज की रात मेरे साथ हैं बस तन्हाई
तुम चल दिए कहा छोड़ कर सारा जहां
तुम चल दिए कहा छोड़ कर सारा जहां
छोड़ कर हमराही
आज की रात

হারিয়ে যাওয়া সেইসব স্মৃতি কানে বাজে, শুধু বাজে
আমারি মনে তোমারি ছবি শুধু সাজে, চোখে সাজে
মুছে যাওয়া সেই ভালোবাসার ক্ষত নেই আজ সাথে
আজ রাতে

আঁধার আমায় ভালোবেসে এনেছে কাছে, টেনেছে কাছে
আমার আকাশে জ্বলেনি প্রদীপ, জ্বলেনি তারা, দীপও নিভে গেছে
একা রয়ে গেছি আমি আর আজ নেই কেউ সাথে
আজ রাতে

আজ রাতে আমার সাথে আছে শুধু আঁধার
আজ রাতে আমার সাথে আছে শুধু আঁধার
চলে গেল যে সে আমায় একা রেখে
চলে গেল যে সে আমায় একা রেখে
এই রাতই শুধুই কাঁদায়
আজ রাতে



Credits
Writer(s): Kingshuk Chattopadhya, Priyo Chattopadhya, Rabindranath Tagore, Sudip Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link