Jage Re

জাগে রে জাগে রে, জাগে রে জাগে রে
জাগে রে জাগে রে, বধুয়া
জাগে রে জাগে রে, জাগে রে জাগে রে
জাগে রে জাগে রে, বধুয়া

কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান
কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান

সে কি কথা দিয়ে রাখবে না
চোখ ছুঁয়ে দেখবে না
আসবে না ঘরে বধুয়া

জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন, বধুয়া
জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন, বধুয়া

(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)

কার বালিশের খুব কাছে, প্রজাপতি রোদ্দুর
গুনগুন বলে যায়, "আমারও যে কিছু কথা আছে"
কার দু' চোখের ইশারায়
পকেটের খুচরো রা টুংটাং ঝরে যায়
গোধূলিকে সন্ধ্যে হারায়

ও, সে কি কথা দিয়ে রাখবে না
চোখ ছুঁয়ে দেখবে না
আসবে না ঘরে বধুয়া

জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন, বধুয়া
জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন, বধুয়া

(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)

কিছু রোদ্দুর দুই হাতে
জামার বোতাম খোলা, বুক চাপা অভিমান
কার কী যে এসে যায় তাতে
হো, কিছু বৃষ্টি কোলজুড়ে
চোখ তুলে একবারও সে কি ফিরে দেখবে না
চুপচাপ হেঁটে যাবে দূরে

সে কি কথা দিয়ে রাখবে না
চোখ ছুঁয়ে দেখবে না
আসবে না ঘরে বধুয়া

জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন, বধুয়া
জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন
জাগে রে জাগে রে মন, বধুয়া

(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)
(জাগে রে, জাগে রে)



Credits
Writer(s): Anindya Chatterjee, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link