Janina - Lofi (Lofi)

জানি না

দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু'ডানায়
দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে
মন মেললো স্মৃতি দু'ডানায়

জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না

জানি না, জানি না, জানি না

রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়
শুকনো পাতার নূপুরে
কে যেন ডেকে যায়

রাত বেড়ে যায় ধীর পায়
বাতাসেরা যেন অসহায়
শুকনো পাতার নূপুরে
কে যেন ডেকে যায়

যার উষ্ণ আঁচে ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙে, তা মানি না
যার উষ্ণ আঁচে ভালোবাসা বাঁচে
সে হৃদয় ভাঙে, তা মানি না

জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন তা জানি না
জানি না, কেন জানি না



Credits
Writer(s): Nachiketa, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link