Bhalobese Pakhiti

ভালোবেসে পাখিটি
ভালোবেসে পাখিটির আমি কোনো নাম রাখিনি
হৃদয়ের ক্যানভাসে আমি তার ছবি আঁকিনি
শুধু রেখেছি যতন করে, মনেতে করেছি আপন
সীমাহীন ভালোলাগায় অন্তরে করেছি লালন

পাখিটি উড়ে যায়, পাখিটি দূরে যায়, গোধূলির সীমানা ছেড়ে
ফিরে আর আসে না, কভু ভালোবাসে না, রাখে না আমায় আদরে
হিয়ার পরশে পাখি শুধু করে আলাপন
সীমাহীন ভালোলাগায় অন্তরে করেছি লালন

মুছে আঁখি নয়নে, নাম রাখি গোপনে, বেদনা আসে উপহার
পাখিটি ফিরে না, কারে খোঁজে জানি না, খুঁজে মরি ঠিকানা তাহার
স্বপ্নে সে কাছে আসে, রাখে নয়নে নয়ন
সীমাহীন ভালোলাগায় অন্তরে করেছি লালন

বনের পাখিটি হায়, পোষ মানানো যায়, থাকে সে লোকালয়ে
আমার সে পাখি হায়, কেন যে দূরে রয়, জানি না কার আশ্রয়ে
তার সাথে গেঁথে রয় আমার এ সাধের জীবন
সীমাহীন ভালোলাগায় অন্তরে করেছি লালন



Credits
Writer(s): Gazi Aziz
Lyrics powered by www.musixmatch.com

Link