Jat Jonmo

জাত জন্মরে তোর কোন্ কুলে
কেমনরে তুই কারবা তুই ছেলে
ভুবনমাঝে সবাই একা দ্যাখ্ না চক্ষু মেলে।
ওরে বৃক্ষ যেমন ফুলেফুলে করে উপকার
পরের মাঝে তোর পরিচয় করিসরে বিচার।

পদ-পদবির এই দুনিয়া
কেবল আনাগোনা
মরে গেলে থাকবে রে তোর শুধুই দেহখানা
হতে পারিস ধনী কিংবা বড় অফিসার
পরের মাঝে তোর পরিচয় করিসরে বিচার।

প্রভুর চোখে সমান সবাই
জাতেরই ভেদ নাই
তোর অন্তরে ভাগ করিলে মনে দুঃখ পাই
ভালোবাসার এমন জীবন পাবি নারে আর
পরের মাঝে তোর পরিচয় করিসরে বিচার।



Credits
Writer(s): Md Rashid
Lyrics powered by www.musixmatch.com

Link