Sara Nishi Kaar

সারা নিশি কার অঞ্চলে কাটাইলায়রে কালিয়া
আমি রইলাম কার ভাবে জাগিয়া, রে কালিয়া...।

আসমান জুড়ে চান্দে হাসে ঝলমল করে তারা
আমার ঘরে আন্ধার হাসে আমি দিশাহারা, রে কালিয়া...।

একলা ঘরে জাগরণে কাঁপে আমার হিয়া
কী দোষে যে হইলাম দোষী পাইলাম না ভাবিয়া, রে কালিয়া।।



Credits
Writer(s): Bulbul Anam
Lyrics powered by www.musixmatch.com

Link