Nei Somadhan

সাগরের ঐ ঢেউয়ের সুরে
আকাশের ঐ মেঘের গান
হেটে চলে সে বরষায় ভিজে
অভিমান বুকে নিয়ে
ভেসে ওঠে শৈশব ছবি
যা আর ফিরবে না কখনো
ভাবে সে আনমনে, একাকী যে
এ যেন দুঃসময়।
কেন এই বেঁচে থাকা
কেন এই বিষণ্ণতা
কেন এই জীবনধারা
কেন... বল আমায়।
কেটে যায় সব দিন রাত
নেই কোন পিছুটান
প্রশ্ন নিয়ে সংশয়
নেই সমাধান।
কেন এই বিষণ্ণতা
কেন এই কেঁদে ওঠা
কেন হবে তা
কাটে না আর দিন রাত
তবু নেই পিছুটান
প্রশ্ন নিয়ে সংশয়
নেই সমাধান।
তবু সে চলে আপন লয়ে
প্রশ্নকে প্রশ্ন করে
হৃদয়ে ছড়িয়ে থাকা
অদম্য আশা নিয়ে।
কেটে যায় সব দিন রাত
নেই কোন পিছুটান
প্রশ্ন নিয়ে সংশয়
নেই সমাধান।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link