Sombhabonar Pothe

আজ উঠেছে এক নতুন সুর্য
সাদা মেঘেরই ভিড়ে
মুছে ফেলে সব অতীত স্মৃতিগুলো
নতুনের সুরে
বাস্তবতায় ভেসে ওঠে আজ
স্বপ্নেরই এক প্রতিচ্ছবি
ভাবনাগুলো আজ ডানা মেলে দিয়ে
ঊড়ে যাবে কোন সীমানায়।
জেগে ওঠো তোমরা আজ দুঃস্বপ্ন ভুলে
তাকিয়ে দেখো সৃষ্টির খেলা চোখটা খুলে।
আগামীর পথে, সম্ভাবনারই তীরে
এগিয়ে চল, সৃষ্টির মোহে একা।
তবু ফিরে দেখো না আর
ফেলে আসা সে পথ
ভেঙে দাও আজ স্বপ্নদ্বার
এগিয়ে চলো
অর্ধজীবন কেটে গেছে
কল্পনারই ঘোরে
থেকে গেছে কিছু অতীতেরই কথা
গোপনে মনে
হারিয়ে যাওয়া সব স্মৃতি
কোনদিনও কি ফিরে আসে
আঁধারেরই মাঝে ডুবে গেছে সব
কোন কারণে কিসের মায়ায়।
জেগে ওঠো তোমরা আজ দুঃস্বপ্ন ভুলে।
আগামীর পথে, সম্ভাবনারই তীরে
বাস্তবতায়, সৃষ্টির মোহে একা।
জীবনেরই ভুলগুলো
আজও কেন পিছুটানে
তবুও চলে যাবে
দূর বহুদূরে, স্বপ্নেরই ছায়া ভুলে
বাস্তবতায়, দৃষ্টিসীমা ছাড়িয়ে।
আগামীর পথে, সৃষ্টির মোহে একা
এগিয়ে যাবে একাকী যে
তোমারই পথে প্রভু।
এগিয়ে... যাবে
এগিয়ে... এগিয়ে যাবে
এগিয়ে যাবে কষ্ট ভুলে
যাবে এগিয়ে স্বপ্ন ছিঁড়ে
পৌঁছে যাবে তোমারই তো পথে।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link