Kothay Tui Khunjis Bhagwan

কোথায় তুই খুঁজিস ভগবান?
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোর মাঝে রয়

সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস যায় পাহাড়-জঙ্গলময়
চেয়ে দেখ সে তোর মাঝে রয়
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস যায় পাহাড়-জঙ্গলময়

আঁখি খোল, ইচ্ছা-অন্ধের দল
নিজেরে দেখ রে আয়নাতে
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়
চেয়ে দেখ সে তোর মাঝে রয়
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়

ভাবিস তুই ক্ষুদ্র কলেবর
ইহাতেই অসীম নীলাম্বর
এ দেহের আধারে গোপন রহে সে বিশ্ব-চরাচর

প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়
চেয়ে দেখ সে তোর মাঝে রয়
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেশতে স্বর্গে কোথাও নয়

এই তোর মন্দির-মসজিদ
এই তোর কাশী-বৃন্দাবন
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি, মন
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি, মন

এই তোর মক্কা-মদিনা
জগন্নাথ-ক্ষেত্র এই হৃদয়
চেয়ে দেখ সে তোর মাঝে রয়

কোথায় তুই খুঁজিস ভগবান?
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোর মাঝে রয়



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link