Surjer Deshe Chalo Jai

সূর্যের দেশে চলো যাই
মুক্তির স্বাদ পেতে চাই
দুঃখভরা পৃথিবীতে
কোথাও যে শান্তি নাই, নাই, নাই

সূর্যের দেশে চলো যাই
মুক্তির স্বাদ পেতে চাই
দুঃখভরা পৃথিবীতে
কোথাও যে শান্তি নাই, নাই, নাই
সূর্যের দেশে চলো যাই

'৪৭ থেকে এই এতদিন
ভারতবর্ষ হয়েছে স্বাধীন
'৪৭ থেকে এই এতদিন
ভারতবর্ষ হয়েছে স্বাধীন

তবু গরিবেরা এখনো রয়ে পরাধীন
এখনো অনাহারে মরে শতবার

সূর্যের দেশে চলো যাই
মুক্তির স্বাদ পেতে চাই
দুঃখভরা পৃথিবীতে
কোথাও যে শান্তি নাই, নাই, নাই
সূর্যের দেশে চলো যাই

স্বর্গের চেয়ে দামি জন্মভূমি
জনম লভিয়া হেথা ধন্য আমি
স্বর্গের চেয়ে দামি জন্মভূমি
জনম লভিয়া হেথা ধন্য আমি

যদি একটাও শিশু কাঁদে অনাহারে
কী হবে দিয়ে স্বাধীনতার দোহাই?

সূর্যের দেশে চলো যাই
মুক্তির স্বাদ পেতে চাই
দুঃখভরা পৃথিবীতে
কোথাও যে শান্তি নাই, নাই, নাই

সূর্যের দেশে চলো যাই
মুক্তির স্বাদ পেতে চাই
দুঃখভরা পৃথিবীতে
কোথাও যে শান্তি নাই, নাই, নাই
সূর্যের দেশে চলো যাই
সূর্যের দেশে চলো যাই



Credits
Writer(s): Radheshyam Ray
Lyrics powered by www.musixmatch.com

Link