Chithi Likhe Bhule Gele

চিঠি লিখে ভুলে গেলে দিতে ঠিকানা
চিঠি লিখে ভুলে গেলে দিতে ঠিকানা
এ জীবনে তোমাকে আর যাবে না জানা
হায়, চিঠি লিখে ভুলে গেলে দিতে ঠিকানা
এ জীবনে তোমাকে আর যাবে না জানা
হায়, চিঠি লিখে ভুলে গেলে

যেদিন এলো তোমার চিঠি নিয়ে রঙিন খাম
সোনার আখরে দেখি লেখা তোমার নাম
যেদিন এলো তোমার চিঠি নিয়ে রঙিন খাম
সোনার আখরে দেখি লেখা তোমার নাম

কেমনে জবাব দেবো
কেমনে জবাব দেবো তুমি বলো না

চিঠি লিখে ভুলে গেলে দিতে ঠিকানা
এ জীবনে তোমাকে আর যাবে না জানা
হায়, চিঠি লিখে ভুলে গেলে

ফুলের আছে ফুলবন, পাখির আছে বাসা
আমার আছে তোমার তরে গভীর ভালোবাসা
ফুলের আছে ফুলবন, পাখির আছে বাসা
আমার আছে তোমার তরে গভীর ভালোবাসা

এমন ভুল তোমার হলো, না কি অভিমান
বুঝিতে দিলে না কভু, তাই কাঁদে প্রাণ
এমন ভুল তোমার হলো, না কি অভিমান
বুঝিতে দিলে না কভু, তাই কাঁদে প্রাণ

তোমার মনে প্রেম ছিল না
তোমার মনে প্রেম ছিল না, ছিল ছলনা

চিঠি লিখে ভুলে গেলে দিতে ঠিকানা
এ জীবনে তোমাকে আর যাবে না জানা
হায়, চিঠি লিখে ভুলে গেলে
চিঠি লিখে ভুলে গেলে
চিঠি লিখে ভুলে গেলে



Credits
Writer(s): Radheshyam Ray
Lyrics powered by www.musixmatch.com

Link