কালো অধ্যায়

আমি অন্ধ
ক্ষুদার্থ
মিথ্যেবাদী
জিহব্বায় মিশে আছে বিষ।
আর পবন হতে শ্রবণ
ঈশ্বরের কপটতা
সূর্য হতে শ্রবণ ঈশ্বরের নশ্বরতা।
রটিয়েছে অপদেবতা
এসেছে মহামায়া ধরার বুকে
সাথে আমাকে হত্যার বীজ করেছে বপন স্বর্গেবাসীরা।
ঘ্রাণ আসে ঘৃণার চারপাশে
ঘ্রাণ আসে গাঢ় ষড়যন্ত্রের।
মহাসমর, আমার সাথে আমার
আমার সাথে ভগবানের
আমার সাথে পৃথিবীর
ও নারায়ণের ও ধর্মদেবতার।
আমিই কালো অধ্যায় সবার মাঝে।

আমার আত্মহত্যা
আমার কালো অধ্যায়
আমার গণহত্যা
চারপাশে মস্তিষ্কহীন পাষাণ
চিত্তহীন দেওয়াল
প্রতারণার পর্বত
পথশিশুর ক্রন্দন
'ঈশ্বর কোথায়?'
ধর্মগ্রন্থ মিথ্য
নিরর্থক যজ্ঞমালা
বৃথা ত্যাগ-তিতিক্ষা
ও উপাস-উপাসনা
আমার বলিদান
আমাকে শোনানো ব্যাসের মিথ্যে স্তব
মিথ্যে গীত
ছিঁ* ফেলো বেদ
হত্যা করো নিজেকে
হত্যা করো নিজের আত্মাকে।

সব শেষ
আসো আঁধার
আসো তিমির
আসো অন্ধকার
আসো আসুরিক শক্তি
অপদেবতাগণ
অধর্ম
বিদ্বেষ
দেবীহত্যাকারী ।
আসো কলি
আসো নশ্বরতা
আসো ঈশ্বর হত্যার উদ্দেশ্যে
নারায়ণের চিরশত্রুগণ
শয়তানের অবতারমালা।
আসো ঘৃণা
আসো মহামায়া গ্রাসকারী
আসো রাহু
কপটতা
ত্রিদেবের ছিন্ন মস্তক
সতীর খণ্ডিত দেহ।
অন্ধকার আসো ওই আকাশে
যেথা হতে রক্তফুল ঝড়ে এক বেশ্যার আদেশে
মাটিতে পিষ্ট হও
নর্দমায় স্থান, রক্তমাখা রক্ত জবা।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link