Collage

দিগন্ত বিস্তৃত প্রান্তরে,
আকাশ যেখানে মেশে সাগরে,
কিছুটা নীল, কিছুটা ধূসর,
এনেছি কেড়ে, তবু আদরে
দিয়েছি সে রঙ ঢেলে
ফাঁকা এক ক্যানভাসে।
ঢেলেছি রঙিন যা কিছু, প্রাণ দেয় কোলাজে

কিছুটা ভোরের সোনালী,
কিছুটা গোধূলির গোলাপী,
রঙেতে মিলে মিশে একাকার,
রঙেতে ভরে ওঠে আগামী।
দিয়েছি সে রঙ ঢেলে
আমাদের এক ক্যানভাসে।
ঢেলেছি রঙিন যা কিছু, প্রাণ দেয় কোলাজে।

কিছুটা রঙ তুমিও এনো
মনের চিলেকোঠা থেকে।
সেখানে আলো থাক, বা আঁধার
হাতেতে হাত যেন ধরা থাকে।
দিয়ে দাও সে রঙ ঢেলে
আমাদের এক ক্যানভাসে।
মিশে যাক রঙিন যা কিছু, প্রাণ দেয় কোলাজে।

দিগন্ত বিস্তৃত প্রান্তরে,
আকাশ যেখানে মেশে সাগরে,
কিছুটা নীল, কিছুটা ধুসর,
এনেছি কেড়ে, তবু আদরে
দিয়েছি সে রঙ ঢেলে
আমাদের এক ক্যানভাসে।
ঢেলেছি রঙিন যা কিছু, প্রাণ দেয় কোলাজে।
কোলাজে...



Credits
Writer(s): Christy Doran
Lyrics powered by www.musixmatch.com

Link