Asifa

ঘুমিয়ে পড়ো আসিফা, এই পৃথিবীর তোমাকে দেওয়ার কিছু নেই।
ঘুমিয়ে পড়ো আসিফা, এই পৃথিবীর তোমাকে দেওয়ার কিছু নেই।
উঠবে না নতুন সূর্য, আর এ'অন্ধকার ঘুছবেনা কিছুতেই।
আমরা আবার ঠাট্টা-হাসি-তামাশার আড়ালে ঢেকে ফেলব লজ্জা
ফেলে রাখা যত কাজ সেরে ফেলব, বাকি ছিল যতটুকু আজ যা।
আমরা আবার ঠাট্টা-হাসি-তামাশার আড়ালে ঢেকে ফেলব লজ্জা
ফেলে রাখা যত কাজ সেরে ফেলব, বাকি ছিল যতটুকু আজ যা।

মোমবাতিটাও হয়তো একা একা জ্বলে ভোররাতে নিভে যাবে।
একলা হাত ভেজা বালিশের পাশে খুঁজে খুঁজে ক্লান্ত হবে।
তবু আসবেনা নেমে কোন ওপরওয়ালা শাস্তি দিতে, শান্তি নিয়ে।
শুধু আমার মত হাজারখানেক নির্লজ্জ একটা নতুন গান খুঁজে পাবে।
শুধু আমার মত হাজারখানেক নির্লজ্জ একটা নতুন গান খুঁজে পাবে।

ঘুমিয়ে পড়েছ আসিফা? তাই ভাল!
তোমার মসজিদের আজান আর পাশের পাড়ায় শোনা যাবে না।
তোমার পাশের গ্রামের সন্ধ্যা আরতিও আর দেখা হবে না।
কি করব বল, আমাদের বড় অসুখ, তাই মানুষ চিনতে হয় ভুল,
কে বা জানত, তারা এসে উপড়ে নেবে সদ্যজাত একটা ফুল?
কি করব বল, আমাদের বড় অসুখ, তাই মানুষ চিনতে হয় ভুল,
কে যে সত্যিকারের ভক্ত সেজে ছড়িয়ে দিতে রক্ত, উপড়ে নিল একটা ফুল?

মোমবাতিটাও হয়তো একা একা জ্বলে ভোররাতে নিভে যাবে।
একলা হাত ভেজা বালিশের পাশে খুঁজে খুঁজে শ্রান্ত হবে।
তবু আসবেনা নেমে কোন ওপরওয়ালা শাস্তি দিতে, শান্তি নিয়ে।
শুধু আমার মত হাজারখানেক নির্লজ্জ একটা নতুন গান খুঁজে পাবে।
শুধু আমার মত হাজারখানেক নির্লজ্জ একটা নতুন গান...
ঘুমিয়ে পড়ো আসিফা।
ঘুমিয়ে পড়ো আসিফা।
ঘুমিয়ে পড়ো আসিফা।



Credits
Writer(s): Collage
Lyrics powered by www.musixmatch.com

Link