Bonde Nache

বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে

হাসন রাজায় বন্দে ছাড়া
হাসন রাজায় বন্দে ছাড়া কাউরে না গছে

বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে

হাসন রাজার বন্দে নাচে
দেখিয়া চমক লাগে
হাসন রাজার বন্দে নাচে
দেখিয়া চমক লাগে

তোর ছাতিতে তেড়া লাগায়
তোর ছাতিতে তেড়া লাগায়
হাসন রাজার মতে

বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে

হাসন রাজার দিলে জানে
প্রাণবন্ধুয়ার কইছে মনে
হাসন রাজা দিলে জানে
প্রাণবন্ধুয়ার কইছে মনে

আল্লাহ-আল্লাহ হাসন রাজা
আল্লাহ-আল্লাহ হাসন রাজায় মনে মনে লইছে

বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে

মাবুদ আল্লায় তুলে লইয়া
হাসন রাজায় রইছে বইয়া
মাবুদ আল্লায় তুলে লইয়া
হাসন রাজায় রইছে বইয়া

আল্লাহতে মিশিয়া নাম
আল্লাহতে মিশিয়া নাম
হাসন রাজায় কইছে

বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে

হাসন রাজায় বন্দে ছাড়া
হাসন রাজায় বন্দে ছাড়া কাউরে না গছে

বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে
বন্দে নাচে রে
নাচে হাসন রাজারে পাগল করিতে
বন্দে নাচে রে

বন্দে নাচে রে
বন্দে নাচে রে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link