Prem Koiro Na

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে

পানে চুন বেশি খাইলে মুখ পুইড়া যায়
কম খাইলে বুক জ্বলে

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে

সুজনে সুজনে প্রেম...
ঠিক হবে তাই হলে
আবার লোহা কাষ্ঠে করলে পিরিত
আবার লোহা কাষ্ঠে করলে পিরিত
দুইজনে ভাসে জলে

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে

পানে চুন বেশি খাইলে মুখ পুইড়া যায়
কম খাইলে বুক জ্বলে

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে

না জানিয়া, না শুনিয়া পিরিতি করিয়া
প্রেম ফাঁসি তার গলায় পরিয়া
না জানিয়া, না শুনিয়া পিরিতি করিয়া
প্রেম ফাঁসি তার গলায় পরিয়া
ঐ জনম যায় তার বিফলে

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে

চণ্ডীদাস আর রজকিনী, ওরে ও ও
চণ্ডীদাস আর রজকিনী
এরাই প্রেমের মহাজনী
এরা এক মরণে দুইজন মরে
এক মরণে দুইজন মরে
ভব নদী পার হলে

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে

পানে চুন বেশি খাইলে মুখ পুইড়া যায়
কম খাইলে বুক জ্বলে

প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে
প্রেম কইরো না দুইজনার মন সমান না হইলে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link