Ekta Path Daine Geche

একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে
একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে
একটা পথে ফুলের পাপড়ি
একটা পথে ফুলের পাপড়ি, আরেকটিতে কাঁটা বিঁধে পায়ে

একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে
একটা পথে ফুলের পাপড়ি
একটা পথে ফুলের পাপড়ি, আরেকটিতে কাঁটা বিঁধে পায়ে
একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে

একটি পথে আমি, আরেকটিতে তুমি
একটি পথে আমি, আরেকটিতে তুমি
তোমার পথে সাগর আর আমার মরুভূমি
আমার মরুভূমি
আমি জ্বলি রোদে, আড়ম্বর তোমার
শীতল বড়ো বসে বটের ছায়

একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে
একটা পথে ফুলের পাপড়ি, আরেকটিতে কাঁটা বিঁধে পায়ে
একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে

আমার চোখে শ্রাবণ, তোমার মুখে ফাগুন
আমার চোখে শ্রাবণ, তোমার মুখে ফাগুন
তুমি আতশবাজি, আমার বুকে আগুন
আমার বুকে আগুন
আমি ভাঙ্গি ঝড়ে, আর দক্ষিণ বাতাস
সুখের আদর বুলাই তোমার গায়

একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে
একটা পথে ফুলের পাপড়ি, আরেকটিতে কাঁটা বিঁধে পায়ে
একটা পথ ডাইনে গেছে, আরেকটি যে বায়ে



Credits
Writer(s): Kudalkar Laxmikant, Pyarelal Lakshmikant
Lyrics powered by www.musixmatch.com

Link