Paapke Ghrina Koro

পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়

পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়

বিষেই হয় জেনো বিষক্ষয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়

চাঁদের কালিমাকে কী হবে মনে রেখে?
শীতল হও তার জোৎস্না গায়ে মেখে
একই নদীতে যে জোয়ার-ভাটা থাকে
গন্ধ শোঁকে ভোলো ফুলে যে কাঁটা থাকে
ও, ফুলে যে কাঁটা থাকে

কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়
পাঁকেই পদ্ম ফুল ফুটে যে রয়



Credits
Writer(s): Laxmikant Pyarelal, Mazumdar, Gouri Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link