Discourse Analysis

মাঝ রাত্তিরে ঘুম থেকে উঠে
আনুমানিক দেড়টার দিকে
একটা কুকুরের পিছু নিয়ে
হাজির আমি কানাগলিতে
জহির মামা চা বানাও
সাথে দাও সিগারেট

লাল আগুন ওঠানামা করে
কবিতারা বুকের মাঝে পোড়ে
হতাশা ধোঁয়াশা একসাথে
Entangled আমার নিউরনে
জহির মামা চা বানাও
সাথে আরও সিগারেট

অন্ধকারে লেখি অন্ধকারের গান
চেনাজানা এই পথ থেকে
এসে তুমি এই প্রান্তে
তুমি এসে লেপ্টে থাকো
আমার শরীর জুড়ে
অথচ আমার এই শরীর জুড়ে
তোমার ঘুম নিয়ে বেঁচে-
বেঁচে আছি
আজীবন

লাল আগুন ওঠানামা করে
হতাশারা বুকের মাঝে পোড়ে
কবিতা ধোঁয়াশা একসাথে
Entangled আমার নিউরনে
জহির মামা চা বানাও
সাথে আরও সিগারেট

এই অন্তিম অপূর্ণতা কাছে খাবি খায়
নিখিল চন্দ্রা এক্সপ্রস
অসহায় মধ্যরাত অব্ধি
গভীর থেকে গভীর

লাল আগুন ওঠানামা করে
কবিতারা বুকের মাঝে পোড়ে
হতাশা ধোঁয়াশা একসাথে
Entangled আমার নিউরনে
জহির মামা চা বানাও
সাথে দাও সিগারেট



Credits
Writer(s): Chand Shaudagar Shubhro
Lyrics powered by www.musixmatch.com

Link