The Last Supper

ঘুম থেকে উঠে দেখি
একরাশ মেঘ এসে
ভিজিয়ে দিলো আমাদের
চুপচুপে ভিজে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
ঝড় উঠতে পারে
তবে বিলীন হতে
লাগবে না সময়

ছেঁড়া ছেঁড়া অভিমানে
তুমি আছো জেগে
পাশে আমি নাক ডাকিয়ে
আর থাকবো না ঘুমে

মিছেমিছি
ঝগড়া হবে না আর
মিছেমিছি ঝগড়া -
মিছেমিছি কোন ঝগড়া
হবে না আর

আগে যদি জানতাম
যে তুমি হবে আমার
তাহলে কী আমি ব্লেন্ডারে বসে
বসেবসে মাথাটাকে ভর্তা করতাম?
আগে যদি জানতাম
যে তুমি হবে আমার
তাহলে কী আমি KIC তে গিয়ে
শুধু শুধু কবিতাগুলো গিলতাম?

মিছে মিছেমিছি
ঝগড়া হবে না আর
মিছেমিছি
ঝগড়া -
মিছেমিছি কোন ঝগড়া
হবে না আর

রোদ যদি ওঠে
তোমার পার্পল মনে
তাহলে আমি চুলগুলোকে
শুকিয়ে ফেলবো
একদম দুই মিনিটে
ঝড় যদি ওঠে
মনে নৈর্ঋত কোণে
তাহলে আমি বারো ফিট
লম্বা লোহার রড হাতে
দাঁড়িয়ে থাকবো সেখানে

তোমার প্রেমের
বজ্রপাতে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
দাঁড়িয়ে থাকবো
দাঁড়িয়ে আমি থাকবো
মিউজিয়ামে



Credits
Writer(s): Chand Shaudagar Shubhro
Lyrics powered by www.musixmatch.com

Link