Akriti

এসব মিথ্যে কাব্যগুলো
ছিঁড়ে ফেলো দুহাতে তোমার
তবুও কোনদিন মুছতে
পারবে না এই চিহ্ন
আর কোনদিন চেও না
একমুঠো নীল পদ্ম

অজস্র ছেঁড়া ফুল আজ আমার
পুরনো নদীর পাশে

ফিরে দেখো সব স্মৃতি আজ
পরে থাকে অবহেলায়
স্থির সব অনুভূতিগুলো
যেন জমে হয়েছে পাথর

এসব মিথ্যে স্বপ্নগুলো
মুছে ফেলো তোমার ঘুম থেকে
তবুও কোনদিন ভুলতে
পারবে না এই শিহরন
আর কোনদিন চেও না
একমুঠো নীল পদ্ম

অজস্র ছেঁড়া ফুল আজ আমার
পুরনো নদীর পাশে

ফিরে দেখো সব স্মৃতি আজ
পরে থাকে অবহেলায়
স্থির সব অনুভূতিগুলো
যেন জমে হয়েছে পাথর

ফিরে দেখো সব স্মৃতি আজ
পরে থাকে অবহেলায়
স্থির সব অনুভূতিগুলো
যেন জমে হয়েছে পাথর

ফিরে দেখো সব স্মৃতি আজ
পরে থাকে অবহেলায়
স্থির সব অনুভূতিগুলো
যেন জমে হয়েছে পাথর

ফিরে দেখো সব স্মৃতি আজ
পরে থাকে অবহেলায়
স্থির সব অনুভূতিগুলো
যেন জমে হয়েছে পাথর



Credits
Writer(s): Kazi Ahmed
Lyrics powered by www.musixmatch.com

Link