Kritrim Jogot

অজানা কোনো এক গন্তব্যে
ছুটে যাচ্ছি আমরা
শুরু এক নতুন অধ্যায়ের
আয়োজনে মগ্ন সবাই

আয়নার পেছনের
কৃত্রিম সত্ত্বা
তাকিয়ে আছে আজ
আমার চোখে
পর্দার ওপারের
অদ্ভুত স্বকীয়তা
জাগ্রত হয়েছে আজ
আমাদের জগতে

না জানা সব স্বপ্নগুলো
খুঁজি এই অন্তরজালে
শুরু এক নতুন বিপ্লবের
উদ্বিগ্ন আমরা এখানে
আয়োজনে মগ্ন সবাই

আয়নার পেছনের
কৃত্রিম সত্ত্বা
তাকিয়ে আছে আজ
আমার চোখে
পর্দার ওপারের
অদ্ভুত স্বকীয়তা
জাগ্রত হয়েছে আজ
আমাদের জগতে

পর্দার ওপারের
অদ্ভুত স্বকীয়তা
জাগ্রত হয়েছে আজ
আমাদের জগতে

আয়নার পেছনের
কৃত্রিম সত্ত্বা
তাকিয়ে আছে আজ
আমার চোখে
পর্দার ওপারের
অদ্ভুত স্বকীয়তা
জাগ্রত হয়েছে আজ
আমাদের জগতে

আয়নার পেছনের
কৃত্রিম সত্ত্বা
তাকিয়ে আছে আজ
আমার চোখে
পর্দার ওপারের
অদ্ভুত স্বকীয়তা
জাগ্রত হয়েছে আজ
আমাদের জগতে



Credits
Writer(s): Kazi Ahmed
Lyrics powered by www.musixmatch.com

Link