Ondho

আত্মহত্যা পাপ, নাহয় হতাম আমি
আত্মঘাতী সেই একটা মানুষ
সারাটি জীবন ধরে তিল-তিল-তিল করে
গড়েছে প্রেমের বুকে মিথ্যে ফানুস

এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ
এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ

এ মনের ভাষা তার ছিল কি অজানা?
কী সুখের স্বপ্নতে ফেলে স্মৃতি ধুলোতে
গড়বে সে সংসার সীমানা?
এ মনের ভাষা তার ছিল কি অজানা?
কী সুখের স্বপ্নতে ফেলে স্মৃতি ধুলোতে
গড়বে সে সংসার সীমানা?

এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ
এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ

এত ভালোবাসা আমি কেন বাসলাম?
দেখবে কী করে চোখ তার পাশে কোনো লোক?
ভালো যদি অন্ধ হতাম
এত ভালোবাসা আমি কেন বাসলাম?
দেখবে কী করে চোখ তার পাশে কোনো লোক?
ভালো যদি অন্ধ হতাম

এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ
এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ

আত্মহত্যা পাপ, নাহয় হতাম আমি
আত্মঘাতী সেই একটা মানুষ
সারাটি জীবন ধরে তিল-তিল-তিল করে
গড়েছে প্রেমের বুকে মিথ্যে ফানুস

এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ
এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে, প্রিয়, দেখার চেয়ে শ্রেয় মৃত্যুর ঢেউ

এ নয়ন অন্ধ করে দাও কেউ
আর কারো হবে, প্রিয়-



Credits
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com

Link