Biddrohi

বিদ্রোহী আমি এখন
আর কাঁদি না যখন তখন একটু ব্যথায়
বিদ্রোহী আমি এখন
ভেঙে পড়ি না শত আঘাতে-লাঞ্ছনায়

বিদ্রোহী আমি এখন
আর কাঁদি না যখন তখন একটু ব্যথায়
বিদ্রোহী আমি এখন
ভেঙে পড়ি না শত আঘাতে-লাঞ্ছনায়

দরদিয়া, দুঃখের বারুদ ঠাসা এ বুকে
দরদিয়া, ব্যথার সে সুদ বাড়ছে সুখে

দুঃখের বারুদ উঠবে জ্বলে
ছারখার করবে ঐ পৃথিবী
ধ্বংস হবে প্রতিটি পলে
বুঝবে অন্যায় ছিল সবই

ভেঙে ভেঙে ভেসে গেছি আমি ধুঁকে ধুঁকে
ভালোবাসি বলো না তো আর ঐ মুখে

দরদিয়া, দুঃখের বারুদ ঠাসা এ বুকে
দরদিয়া, ব্যথার সে সুদ বাড়ছে সুখে

ব্যথার সে সুদ আসল সহ
নেবো ফেরত পাই পাই, স্মরণে রেখো
আমার জীবন বেদনাবহ
তুমি হাসো, সুখী চোখে তুমি দেখো

ভেঙে ভেঙে ভেসে গেছি আমি ধুঁকে ধুঁকে
ভালোবাসি বলো না তো আর ঐ মুখে

দরদিয়া, দুঃখের বারুদ ঠাসা এ বুকে
দরদিয়া, ব্যথার সে সুদ বাড়ছে সুখে

বিদ্রোহী আমি এখন
আর কাঁদি না যখন তখন একটু ব্যথায়
বিদ্রোহী আমি এখন
ভেঙে পড়ি না শত আঘাতে-লাঞ্ছনায়

দরদিয়া, দুঃখের বারুদ ঠাসা এ বুকে
দরদিয়া, ব্যথার সে সুদ বাড়ছে সুখে



Credits
Writer(s): Prince Mahmud
Lyrics powered by www.musixmatch.com

Link