Niskraman

এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাব কোথাও
এই হৃদয় চিড়ে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হব উধাও
এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাব কোথাও
এই হৃদয় চিড়ে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হব উধাও
শুধু কথা দাও, খুঁজবে না আমায়
শুধু কথা দাও, ডাকবে না পিছু
যত কথা ছিল তোমাকে বলার
আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু
এই হৃদয় চিড়ে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হব উধাও

পাইনি স্বাধীনতা আজও
হর্মোনের উচ্ছ্বাস অবসাদের এ শরীরে
মায়ার বাঁধন, ভাটের প্রহসন
কিন্তু সেই ফ্রয়েডীয় ইচ্ছেই কামড়ায় মাঝরাত্তিরে
অতএব রাত্রি ভ্রমণ (রাত্রি জাগরণ)
Campfire পুড়িয়ে রঙচটা সত্যি কথা
অথবা এ আমার মহানিস্ক্রমণ
ঝেড়ে ফেলে, জ'মে থাকা অপদার্থতা

শুধু কথা দাও, খুঁজবে না আমায়

শুধু কথা দাও, ডাকবে না পিছু

যত কথা ছিল তোমাকে বলার

আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু
এই হৃদয় চিড়ে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হব উধাও
এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাব



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link