Millennium

কত কি আমায় নিয়ে ভাবতে তা সব শেষ
ভাবতে ভাবতে গোটা শতাব্দীটাই শেষ
অঙ্ক মেলেনি বলে পড়ে আছে অবশেষ,
অন্তরে
অন্তর খাঁচাতেই ডানা ঝাপটায় পাখিটা
সেই অন্তরে সোজা মেহসুস্ করি ঝাঁকিটা
আর ঝাঁকুনির চোটে মূল্যবোধের ফাঁকিটা ধরা পড়ে
ধরা পড়ে
ধরা পড়ে ঢুকি আমি সংশোধনাগারে
আত্মাকে শুধরোতে উঠেপড়ে লাগা রে
অঙ্ক পরীক্ষার আগে রাত জাগা

Last Moment-এ উদ্যম
শুধু একজন বলে কিছু হবে না তো এভাবে
ঢুকে গেছে সব বিষ তোর চরিত্রে স্বভাবে
মরে যেতে হবে তোকে বেঁচে থাকবার অভাবে
বাঁচাবে না মাতা মরীয়ম
বাঁচাবে না Millennium

দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব
দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব
Computer আর Discotheque-এর খিচুড়ি
এ মগজে ঠাঁই হবে এই সব কিছুর-ই
শুধু কিছু সুখ আর স্বপ্নকে চুরি করে নিল ফেলে আসা দিন
কেন পরাধীন আজও আমি সময়ের হাতেতে
কে যে দিব্যি দিয়েছে. সব সহ্য করে নিতে
কেন সাহসে কুলোচ্ছে না স্রেফ বলে দিতে
'দাদা প্রহসনগুলো বাদ দিন!'

ধ্বংস হলি না

বেঁচে গেলি এ যাত্রা
হিসেবে ভুল করেছিলেন Nostradamus

অথবা ভয় পেয়েছেন
বিধাতা ভয় পেয়েছেন
কারণ মানুষের হাতে Nuclear Weapon
Millennium এসেছে বিচার হলো না
কারণ পিছিয়ে গিয়েছে Judgement day
সুবহ্ সাদিকে
তোরা জড় হ' ময়দানে
আমারও কিছু কথা বলার আছে...
আমারও কিছু কথা বলার আছে...
আমারও কিছু কথা,
বলার আছে...
দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব
দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব
দুশ্চিন্তারা জোট বাঁধুক
তবু কাটছে আরেকটা যুগ
পেয়ে যাচ্ছি আবার হুজুগ
ভুলতে সব
আলোকিত পথে হাঁটি রে
রাত জেগে জেগে পার্টি রে
সব ঘুম হলো মাটি রে
আরেকটা উৎসব



Credits
Writer(s): Robert Peter Williams, Guy Antony Chambers, John Barry, Leslie Bricusse
Lyrics powered by www.musixmatch.com

Link