Ei Desh

এই দেশ, এই শহরে
এই দেশ, এই শহরে...
আমার স্বপ্নের প্রথম আলো
আমার ঘুম ভাঙা ভোরের গান...

অনুভবে মাটির এ প্রান
হৃদয় মাঝে কলকাতা...
বুকেতে বাজে কলকাতা
হৃদয় মাঝে কলকাতা...

বুকেতে বাজে কলকাতা
এই দেশ, এই শহরে...
ও ও গঙ্গা নদী বয়ে চলেছে এঁকেবেঁকে
নৌকায় ভেসে ভেসে প্রেম...

ময়দানে সবুজের সমারোহে উদাসীন
উড়ো হাওয়ায় ছোটে দিন...
ও ও এখনো তুমি আমি মানবিক এই ভূমি
তুমি আমার কলকাতা...

এই দেশ, এই শহরে
আমার স্বপ্নের প্রথম আলো...
আমার ঘুম ভাঙা ভোরের গান
অনুভবে মাটির এ প্রান...

হৃদয় মাঝে কলকাতা
বুকেতে বাজে কলকাতা...
হৃদয় মাঝে কলকাতা
বুকেতে বাজে কলকাতা...

হৃদয় মাঝে কলকাতা
বুকেতে বাজে কলকাতা...
এই দেশ, এই শহরে
হাজার হাজার ঘুম পাহাড়ের চার পাশে...

মেঘে মেঘে কতো স্বপ্ন
অলিগলি থেকে মেঠো পথ, হাইওয়ে...
সবিই আমার বুকে এখনো
কতো রঙিন চোখে, কত ভাষা মানুষের...

কতো রঙের ভালোবাসা
শিশিরে ভেজা ভোর...
দূর থেকে আরও দূরে
উড়ছে মনের যত আশা...

কতো রঙিন চোখে, কতো ভাষা মানুষের
কতো রঙের ভালোবাসা...
ও ও আমরা বন্ধুরা একিই পথে একসাথে
আসবো আবার ফিরে ফিরে...

এই দেশ, এই শহরে
এই দেশ, এই শহরে...
আমার স্বপ্নের প্রথম আলো
আমার ঘুম ভাঙা ভোরের গান...

অনুভবে মাটির এ প্রান
হৃদয় মাঝে কলকাতা...
বুকেতে বাজে কলকাতা
স্বপ্ন আমারা কলকাতা...

বন্ধু আমার কলকাতা, এই দেশ
আমার তুমি কলকাতা, এই দেশ...
ডাকছে আমায় কলকাতা, এই দেশ
হৃদয় মাঝে কলকাতা, এই দেশ...

বুকেতে বাজে কলকাতা, এই শহরে
হৃদয় মাঝে কলকাতা, এই দেশ
বুকেতে বাজে কলকাতা...



Credits
Writer(s): Hemanta, Surojit, Kamolini, Sucheta
Lyrics powered by www.musixmatch.com

Link