Tarar Majhe

অজানা সে পথে
একা একা আমার এই পথচলা
অজানা সে পথে
একা একা আমার এই পথচলা
পাশে চলে তোমার অবাধ
ছায়ার অনুসরণ
যদি সব হারিয়ে গেছে আজ তবু
থাকে কেন স্মৃতি
সময় যদি ফিরে তাকায়
আজ আমি তোমারই
একলা সে পথে
তুমি ছিলে প্রাণের এলোমেলো মেঘ
হাতে হাত ছোঁয়ার নেশা
আর চোখের সে ভাষা
স্বপ্ন ছিল ভীষন রঙিন আর
রাত ছিল অভিলাষা
জীবন যদি ঘুরে দাঁড়ায় আজ
আমি তোমারই
তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে

ও...
চাঁদে ঢাকা পথে
তারাদের সাথে এই পথচলা
চাঁদে ঢাকা পথে
তারাদের সাথে এই পথচলা
ফিরে ফিরে আসে তোমার কত
কথার অনুরনণ, সবই তো
আছে আমার তবু
গিরেছে কুয়াশা
মন যদি আজ, সে মন হারায়
আমি তোমারই
তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে
তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও

তারার মাঝে

এই সুরে. এই গানে
তুমি আছো
তবু নেই এখানে
নিরবে
ভরে দাও প্রাণ

তবু কেন
এত অভিমান

তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে

তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে

অজানা সে পথে
একা একা আমার এই পথচলা
অজানা সে পথে
একা একা আমার এই পথচলা
পাশে চলে তোমার অবাধ
ছায়ার অনুসরণ

যদি সব হারিয়ে গেছে আজ তবু
থাকে কেন স্মৃতি
সময় যদি ফিরে তাকায়
আজ আমি তোমারই

তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে
তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে
তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে
তোমায় খুঁজি তারার মাঝে
তুমি আছো কোথাও
তারার মাঝে



Credits
Writer(s): Hemanta
Lyrics powered by www.musixmatch.com

Link