Gubgubagub

এসবই বড্ড ছেঁদো কথা
যে যেমন ফেঁসেছে সে জানে
কিছুটা গুচ্ছ আদিখ্যেতা
উচাটন মদন বাবুর বাণে
হরি হে
আমার বুকে রেলিং ঘেরা তোমারই ব্যালকনি
হরি হে
পাড়ার মোড়ে দাঁড়িয়ে কবে শেষ হবে টিউশনি
হরি হে
সুযোগ পেলে মুহুর্তে হই তোমার পোষা প্রাণী
হরি হে
দেখলে তোমায় সারাটা'খন বুকের ভেতর খুব গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব

এসবই অলীক পরন কথা
কিছুটা বসন্তকাল জানে
নীল আলো চেনালো কলকাতা
হাওয়া তার মন্ত্র দিল কানে
হরি হে
তোমায় নিয়ে বিপদ বড়ো কোথায় তোমায় খুঁজি
হরি হে
চলো তোমায় করছি ফলো তস্য গলিঘুঁজি
হরি হে
ছাতের ঘরে একলা পেলে বাংলা হিসেব বুঝি
হরি হে
তোমার জন্য হন্য আমি একলা বেয়াকুব গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব

হরি হে তোমায় পাওয়ায় মরণবাঁচন
মুগুর হাতে তুর্কি নাচন
তোমার বাবার নিমের পাঁচনমুখ
হরি হে তোমায় পাওয়ায় মরণবাঁচন
মুগুর হাতে তুর্কি নাচন
তোমার বাবার নিমের পাঁচনমুখ
না হয় দুচোখ বুজে রাস্তা হাঁটে বেচারা উজবুক
হরি হে
মাথায় করে রাখবে তোমায় সকল ঝাঁকামুটে
হরি হে
তোমার জন্য লালবাতাসা উড়বে হরির লুটে
হরি হে
স্টেশন রোডে ফুচকা খাবো ভীষণ চেটেপুটে
হরি হে
মাইরি বলছি এসব ভেবে ডাইরি লিখি খুব গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব

হরি হে আপন বাপন জীবন যাপন
একলা রাতে চৌকিচাপন
ফ্যাশন টিভি ভীষণ কাঁপনজ্বর
হরি হে আপন বাপন জীবন যাপন
একলা রাতে চৌকিচাপন
ফ্যাশন টিভি ভীষণ কাঁপনজ্বর

বুকের লকেট থেকে মুচকি হাসে আমারই ঈশ্বর
হরি হে
গোঁফ রেখেছি তেল মেখেছি আসল কাঁঠাল গাছে
হরি হে
আমার ঘাড়ে একা নড়ে ঠ্যাং ঝুলিয়ে নাচে
হরি হে
পদ্মদীঘির ঘাটে আমার নৌকা বাঁধা আছে
হরি হে
তোমায় নিয়ে ডাইভ দেব গহীনজলে ডুব গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব
গাবগুবাগুব
হরি হে তিরে এসে ডুবিও না
গাবগুবাগুব



Credits
Writer(s): Anindo
Lyrics powered by www.musixmatch.com

Link