Ekjon Gelo Math

একজন গেল মাঠ
গানঃ চন্দ্রিল
একজন গেল মাঠ মাথায় আঁতেল ছাঁট
কুকুর মেকুর রামের ঢেঁকুর পেরোচ্ছে সম্রাট
একজন নাচে গান সুরের জলে চান
এলোচুলে হাত পা ধুলে মিষ্টি ইমোশান
দুজন খ্যালে রূপ মধ্যে চিকেন সুপ
পুরুষ নারী কেলেংকারী দুষ্টু মিষ্টি
হাট্টিমাটিমটিম খাটে পাড়ছে ডিম
গোষ্ঠে গরু পোস্টে চিঠি ওষ্ঠে শেভিং ক্রিম
হাট্টিমাটিমটিমা রোববার রাঁধছে কিমা
শৈশব গ্রাম্য কৈশোর ব্রাহ্ম যৌবনে পুর্নিমা
টোনা টুনি দুই ভাই কোনাকুনি বনসাই
শুরুর খানিক মৃণাল মাণিক অন্তে সুভাষ ঘাই
পড়ল বগা ফান্দে হাত পা ছুঁড়ে কান্দে
বৌ চাই মৌ চাই ম্যাও চাই ঘৌ চাই খ্যামটায়
ঘোমটায় ঝিংচ্যাক ছৌ চাই সানডে হো ইয়া
মানডে
আতা গাছে তোতা বুক পকেটে চোতা
লেখ লেখ টোক টোক ভিনদেশ ছোঁকছোঁক
ক্লাস ঘর ঢুকলেই রাতভর সুখ
নেই বকলস আনচান রেকলেস নামগান
এবার তবে প্রাণ দে
একজন লেখে সিন তাকে সিরিয়ালে নিন
দশটা দশে অফিস ঘষে খুচরো আলাদীন
একজন কাঁদে রাত পাঁজরভাঙার ধাত
ভরসা শুধু ফরসা কবি রবীন ঠাকুর নাথ
একজন করে ধ্যান মাথায় জ্যাকি চ্যান
জ্ঞানের গোঁসাই ট্যান যাবে তাই অন্যরকম প্ল্যান
একের পিঠে দুই কাঁদিস কেন তুই
অরুন বরুন কিরণমালা একটু সরুন সন্ধেবেলা চৌকি
চেপে শুই
হিঞ্চে পালং শাক তাতে মাছের মাথা ঢাক
ঢাকঢাক গুড়গুড় তিনতাল সাতসুর লাভসিন অবসিন
দিনকাল কদ্দুর
আয়নায় ঠকঠক খুললেই রোদ্দুর গোবরজলে ধুই
একজন গেল মাঠ সে বিদগ্ধ গামবাট
পুরুষ নারী কেলেংকারি দরজা খোলে হাট
একজন নাচে গান তার খয়ের ছাড়া পান
পুরুষ নারী কেলেংকারী দুষ্টু মিষ্টি নাচব্যাপারী
দরজা খোলে হাট
একজন সিনে মাল তার ৩৫ মিমি চাল
পুরুষ নারী কেলেংকারী দুষ্টু মিষ্টি নাচব্যাপারী
বদের ধাড়ি সিনসিনারি দরজা খোলে হাট
একজন ভাঁজে শ্লোক তার পাড়ায় স্ট্যাচু হোক
পুরুষ নারী কেলেংকারী দুষ্টু মিষ্টি নাচব্যাপারী
বদের ধাড়ি
সিনসিনারি হুপের হাঁড়ি দেখনদারি দরজা খোলে
হাট
নয় ছয় আর সাত পাঁচ সব পায়ের তলায় কাঁচ
পুরুষ নারী কেলেংকারী দুষ্টু মিষ্টি নাচব্যাপারী
বদের ধাড়ি সিনসিনারি
হুপের হাঁড়ি দেখনদারি জ্ঞানের নাড়ি ডবল দাঁড়ি
দরজা খোলে হাট



Credits
Writer(s): Chandril, Anindo
Lyrics powered by www.musixmatch.com

Link