Rater Pori

গাঢ় প্রসাধনের উজ্জ্বলতায়
তবু দাঁড়িয়ে আঁধারে
ভিড়ের সাথে দৃষ্টি বিনিময়
তবু একা ওধারে

গাঢ় প্রসাধনের উজ্জ্বলতায়
তবু দাঁড়িয়ে আঁধারে
ভিড়ের সাথে দৃষ্টি বিনিময়
তবু একা ওধারে

নিয়ম আরও চুঁইয়ে পড়ার
বাজার পসরায়
তুমি বিকোবে কি?
না-কি ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
তুমি রাতের পরি

ঘিরে রাখে নাগরিক কোলাহল
তবু নির্জন সংগীত
ভালো রাখার প্রতিশ্রতি
তবু প্রেমহীনতার ইঙ্গিত

ঘিরে রাখে নাগরিক কোলাহল
তবু নির্জন সংগীত
ভালো রাখার প্রতিশ্রতি
তবু প্রেমহীনতার ইঙ্গিত

বিষবাতাস মেশে নিশ্বাসে
দূষণ বিশ্বাসে
তুমি হারাবে কি?
না-কি ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
ভালোবেসে পুড়ে যাবে, ডানা মেলে উড়ে যাবে
তুমি রাতের পরি

তুমি রাতের পরি
তুমি রাতের পরি
রাতের পরি



Credits
Writer(s): Cactus
Lyrics powered by www.musixmatch.com

Link